সম্মেলনের প্রস্তুতি নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।

যথাসময়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের আস্থা রাখতে দায়িত্বশীল ও নিবেদিত হয়ে কাজ করারও আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গণভবনে, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকের এই সভায় জাতীয় সম্মেলন, সাম্প্রতিক রাজনীতিসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা দেন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, গত এক দশকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা। তিনি বলেন, সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার জন্য দেশের উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। জনগণের আস্থা ধরে রাখার রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
সম্মেলনের প্রস্তুতি নিতে তৃণমূলে দলের অবস্থান আরো দৃঢ় করার নির্দেশ দেন আওয়ামীলীগ সভাপতি।
সন্ত্রাস, জংগীবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।