Lead

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২২-২৪ মেয়াদ) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন মিশা সওদাগরকে পরাজিত করেছেন। আর নিপুন জায়েদের কাছে হেরেছেন মাত্র ১৩ ভোটে।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক আর যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর৷

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন নির্বাচিত হয়েছেন৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী জয় চৌধুরী।

এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ৭টি ভোট।

Related Articles

Leave a Reply

Back to top button