পুঁজিবাজার
সপ্তাহের শেষ দিনে পূঁজিবাজারে লেনদেন কম।
সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহ শেষ করলো দেশের পুঁজিবাজার। তবে এদিন লেনদেনের পরিমাণ কমেছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৩৭টির, আর ৫৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৯৩৪ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪০৫ কোটি ১০ লাখ টাকা।
সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৫টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।