
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে সচিবালয় চত্বরের সামনে বিক্ষোভ করছে একটি সংগঠন। সংস্কারবিরোধী আমলাদের অপসারণ দাবিতে ‘বিক্ষোভ চলবে’ জানিয়ে বিক্ষোভ শেষ করে আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে শেষ করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে তারা। বিক্ষোভকারীরা ‘আমলাতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, ‘সচিবালয়ের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, সচিবালয়ে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠক শেষে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের জানান, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে আন্দোলনরত কর্মচারীদের দাবির বিষয়টি বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন সচিবেরা। এরপর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সোমবার (২৬ মে) সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেই রাস্তায় নামে বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ মাহফুজ আহমেদ গণমাধ্যমকে বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য জালিম আমলাতন্ত্রের উৎখাত এবং জনগণপন্থী, সেবাধর্মী নতুন সরকার যন্ত্র নির্মাণ। যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে সংস্কারবিরোধী আমলাদের অপসারণ না হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”
অন্যদিকে, সচিবালয়ে সরকারি চাকরি আইন সংশোধনের প্রতিবাদে চলমান কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের এই কেন্দ্রীয় এলাকা সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে পুলিশ, সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণে নেয়া হয় কড়া ব্যবস্থা। নির্দেশনা অনুযায়ী, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল কার্যকর।
গত ২২ মে সরকারি চাকরি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। পরে রাষ্ট্রপতির অনুমোদনে রবিবার রাতে ওই সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি হয়।
নতুন অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক কালো আইন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে গত ২৫ মে থেকেই আন্দোলনে নেমেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এই প্রেক্ষাপটে সচিবালয় এলাকায় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’।
আন্দোলনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে সচিবালয়কে ‘ক্যান্টনমেন্ট’ হিসেবে অভিহিত করে সতর্কতা উচ্চারণ করেন।
এদিকে সচিবলায়কে জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ‘ক্যান্টনমেন্ট হিসেবে’ অভিহিত করে ‘ক্যু’ সম্পর্কে সচেতন থাকতে বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
আন্দোলনকারীদের হুমকি দিয়ে ফেসবুকে হাসনাত লিখেছেন, জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। “পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। সুতরাং, সাবধান!”