রাজকূট
শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আজম খশরু।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি হয়েছেন ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক, হয়েছেন আজম খশরু। এছাড়া কার্যকরি সভাপতি হিসেবে মোল্লা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়।
সকালে শ্রমিক লীগের জাতীয় সম্মেলনের উদ্বাধন করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ইন্জিনিয়ার্স ইন্সটিটিটউশনে বসে দ্বিতীয় অধিবেশন। ওই অধিবেশনেই দীর্ঘ আলোচনার পর সভাপতি, কার্যকরি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। প্রায় বছর সাতেক পর জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।