জাতীয়

শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাখুন: তথ্যমন্ত্রী

শামীমা দোলা।

সুস্থ্য মানসিকতা সম্পন্ন ভবিষ্য প্রজন্ম গড়ে তুলতে শিশুদের আরো বেশী সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
এজন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকান্ড আরো বিস্তৃত করার উপর গুরুত্ব দেন তিনি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে ডক্টর হাছান মাহমুদ শিশুদের মানসিক বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে রাখার আহ্বান জানান। । সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিশু কিশোর চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পরে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Related Articles

Leave a Reply

Back to top button