জাতীয়

তোপের মুখে শিক্ষার্থীদের দাবি মেনে নিলেন উপাচার্য।

আবরার হত্যাকাণ্ডে বিক্ষোভরত বুয়েটের শিক্ষার্থীদের দাবী নীতিগত ভাবে মেনে নেবার কথা জানিয়েছেন বুয়েট উপাচার্য সাইফুল ইসলাম। আবরার হত্যার প্রায় ৩৬ ঘণ্টা পর বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে আসেন বুয়েট উপাচার্য

শিক্ষার্থীদের সামনে এসে তোপের মুখে পড়েন ভিসি। এ সময় ভিসি বলেন, তোমরা যা দাবি দিয়েছ তোমাদের দাবির সঙ্গে অ্যাগ্রি করছি। আমরা নীতিগতভাবে সব দাবি মেনে নিচ্ছি।

এসময় শিক্ষার্থীরা উপাচার্যকে দাবিগুলো পড়ে শুনিয়ে ঠিক কোন দাবিগুলো মানা হলো তা জানতে চাইলে তিনি এড়িয়ে চলে যেতে চান।

এত পরে কেন এলেন জানতে চাইলে উত্তরে ভিসি বলেন, আমি সারাদিন মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, মিটিং করেছি। এগুলো না করলে দাবিগুলোর সমাধান হবে কীভাবে। সব তো আমার হাতে নেই।

শিক্ষার্থীদের আলাদা ডেকে নিয়ে কথা বলার প্রস্তাব দিলে উপাচার্যের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন আন্দোলনরতরা।

এদিকে হত্যাকারীর মধ্যে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।এরা হলেন, মনিরুজ্জামান মনির, আকাশ ও সামসুল আরেফিন। এ নিয়ে মোট ১৩ জন গ্রেফতার হলো এই মামলায়।

অন্যদিকে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের মহ‌সিন হ‌ল থেকে, পিস্তল, দেশীয় অস্ত্র, মাদকসহ দুইজনকে আটক করেছে ডি‌বি পু‌লিশ। একজন মহসীন হল শাখার সাবেক ছাত্রলীগ নেতা হা‌সিব তুষার, অপরজন বিশ্ব‌বিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আবু বকর আ‌লিফ।

Related Articles

Leave a Reply

Back to top button