Leadশিক্ষা-স্বাস্থ্য

শিক্ষকদের জন্য বড় সুখবর, উৎসব ভাতা দ্বিগুণ!

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করেছে সরকার। এতদিন মূল বেতনের ২৫ শতাংশ হারে ভাতা দেওয়া হলেও এখন থেকে শিক্ষকরা পাবেন ৫০ শতাংশ হারে উৎসব ভাতা।

সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হলো। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে।

তবে এমপিওভুক্ত কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন, তাই তাদের ভাতায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা বলেন, ‘শিক্ষকদের ভাতা বাড়ানোর বিষয়ে আদেশ জারি হয়েছে। কর্মচারীদের ভাতা আগেই ৫০ শতাংশ ছিল, সেটিই বহাল রয়েছে।’

এর আগে চলতি বছরের ৫ মার্চ, শিক্ষক-কর্মচারীদের একাধিক দাবির প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ভাতা বাড়ানোর ঘোষণা দেন। এর পরদিন, চলমান ২২ দিনের আন্দোলন স্থগিত করেন শিক্ষক নেতারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ২৯ হাজার ১৬৪টি। এর মধ্যে স্কুল ও কলেজ ২০ হাজার ৪৩৭টি এবং বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত।

যদিও আদেশে শিক্ষক-কর্মচারী উভয়ের ভাতা বাড়ানোর প্রস্তাব ছিল, তবে শেষ পর্যন্ত শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোর বিষয়েই আনুষ্ঠানিক ঘোষণা এলো।

শিক্ষক সংগঠনগুলো বলছে, এটি একটি ইতিবাচক অগ্রগতি হলেও কর্মচারীদের ভাতা বাড়ানো না হওয়ায় অসন্তোষ রয়ে গেছে। অনেকেই আশা করছেন, আগামী দিনে তাদের বিষয়টিও পুনর্বিবেচনা করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button