শহীদ মিনারে তিন ধাপে নিরাপত্তা

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রেপিড একশন ব্যাটেলিয়ন র্যাব। এলিট বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, পোশাকধারীদের পাশাপাশি সাদা গাড়ির টহল, ডগ স্কোয়াড এমন কি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই থাকবে। যাতে করে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, তিনটি ধাপের প্রথমটি হচ্ছে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পূর্ববর্তী সময়। দ্বিতীয় ধাপ শুরু হবে সন্ধ্যা থেকে যা চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপরেও তৃতীয় ধাপে আমাদের নিরাপত্তা বলবৎ থাকবে।
পাশাপাশি ঢাকার বাইরে সব বিভাগীয় শহরের শহীদ মিনার গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।