
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে চুরি করে শসা খাওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ হয়। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের বড়হাটি এলাকার জুয়েল মিয়া তার বাড়ির পাশের জমিতে শসার আবাদ করেন। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে জমি থেকে শসা চুরি হয়ে যাচ্ছিল। পরে জানা যায়, স্থানীয় সরকারবাড়ির কয়েকজন যুবক শসা চুরি করেছে।
এ ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (১০ জুন) সকালে সরকারবাড়ির লোকজন বড়হাটি এলাকার লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন।
নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান, শসা চুরির ঘটনায় এক পক্ষ শালিসে বসতে চাইলেও অপর পক্ষ সাড়া দেয়নি। এর জেরে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।