জেলার খবর

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শরীয়তপুর: শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান বেপারী সখিপুরের চরসেনসাস ইউনিয়নের মাগুন বেপারী কান্দি গ্রামের রতন বেপারীর ছেলে। তিনি সখিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়ে বেড়াচ্ছিলেন ইমরান। শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। খবর পেয়ে সখিপুর থানা পুলিশের একটি দল তাকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সখিপুর থানার সাধারণ সম্পাদক ইমরান বেপারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ মে) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button