চট্রগ্রামজেলার খবর

লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার হেক্টর বেশি জমিতে আমনের আবাদ, ফলনও ভালো

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে।

সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের কৃষক জামাল মিয়া এ বছর ৪ কানি জমিতে আমন ধান চাষ করেন। প্রতি কানিতে ২০ মণ করে ফলন পেয়েছেন ৮০ মণ। জমি থেকে কাঁচা ধান ৯০০ টাকা মণ বিক্রি করেছেন।

দারমা গ্রামের কামাল মিয়াও ৫ কানিতে আমন চাষ করেছেন। তার ধান কাটা শুরু হয়নি এখনো। তিনি জানান, এবার ফলন ভালো হয়েছে। ২-৩ দিন পর ধান কাটা শুরু করবেন। আশা করছেন প্রতি কানিতে ১৮-২০ মণ করে ধান পাবেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, উপজেলায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে এবার আমনের চাষ হয়েছে। ইতিমধ্যে ২৩৮২ হেক্টর জমির ধান কাটা হয়েছে। তাতে দেখা গেছে প্রতি কানিতে প্রায় ১৮ মণ ধান পাওয়া যাচ্ছে।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার রোপা আমনে ক্ষয়ক্ষতি ছিল না। রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণও কম ছিল। সবমিলিয়ে ফলন ভালো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, জেলায় এ বছর মোট ৫৫ হাজার ২৯৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য ছিল। আমন আবাদ হয়েছে ৬০ হাজার ১৮৪ হেক্টর জমিতে। ৪৮৮৯ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এ পর্যন্ত ১০ হাজার ৪০১ হেক্টর জমির আমন ধান কাটা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল। রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম ছিল। তা ছাড়া, কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা আমনের সর্বশেষ উদ্ভাবিত ধানের জাত আবাদ করেছেন। ফলে ফলন গত বছরের তুলনায় এবার বেশি হবে।

Related Articles

Leave a Reply

Back to top button