Leadঅপরাধ-আদালত

র‍্যাবের নাম, পোশাক পরিবর্তন নিয়ে কমিটি গঠন

ঢাকা : র‍্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। র‍্যাবের নাম, পোশাক পরিবর্তনসহ সার্বিক বিষয়ে সুপারিশ দিতে একজন উপদেষ্টাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়। সে সময় বলা হয়, সম্পূর্ণ কালো রঙের পরিবর্তে ‘গ্রিন অলিভ’ রঙের পোশাক পাচ্ছে র‍্যাব।

পরে ১৯ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, র‍্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে, সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button