জাতীয়
রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হলে গোটা অঞ্চলই অস্থিতশীল হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যার্থ হলে এই অঞ্চলের প্রত্যেকটি দেশই অনিশ্চিয়তার মুখে পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রাজধানীর লেডিস ক্লাবে কুসুম কলি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন হতেই হবে। তা না হলে, পুরো অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হবে।
শর্তভঙ্গকারী এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানবাধিকার ভঙ্গ হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মিথ্যা তথ্য ও কাগজ পত্রদিয়ে, জাতীয় পরিচয় পত্র আর পাসপোর্ট প্রাপ্তির বিষয়টি সহজ ভাবে নিচ্ছে না বাংলাদেশ
আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার পাবে বলেও জানান পররাষবট্রমন্ত্রী।