জেলার খবর
রোহিঙ্গাদের কাছে বাংলাদেশী পাসপোর্ট।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বার্মা কলোনি থেকে বাংলাদেশী পাসপোর্টসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। একজনের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বার্মা কলোনির একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, আটক চারজন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। চট্টগ্রামে বার্মা কলোনিতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। তবে আইন অনুযায়ী ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাফেরার কোনো সুযোগ নেই। তাই তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।