বাংলাদেশ

রেজা কিবরিয়া-নুরের বিরুদ্ধে মামলার আবেদন

সম্প্রতি আত্মপ্রকাশ পেয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এর আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানায় দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে মামলার আবেদন তৈরি হয়।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানায় এ মামলার আবেদন জানান মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া প্ল্যাটফর্মের নেতাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে গণ অধিকার পরিষদ নামের জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠনের স্থানীয় কতিপয় নেতা বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে এবং নুরুল হক ও রেজা কিবরিয়ার নির্দেশে চট্টগ্রামের জে এম সেন হলসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা চালান। এ ঘটনার পরপরই যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ফেসবুক লাইভে এসে ওই ঘটনা অস্বীকার করে দেওয়া এক বক্তব্যের মাধ্যমে দেশে ধর্মীয় বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন।

Related Articles

Leave a Reply

Back to top button