জাতীয়

রূপনগরে বস্তিতে আগুন : কাজ করছে ২৪ ইউনিট

মীরপুর রূপনগর বস্তিতে লাগা আগুন ফায়ার সা‌র্ভি‌সের নিয়ন্ত্র‌ণে। ২৪ টি ইউ‌নিট কাজ কর‌ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক জিল্লুর রহমান।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরই মোট ১২টি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়েছে। ইদের ছুটি থাকায় অধিকাংশ ঘরই ফাঁকা ছিলো।৭ হাজারের বেশি বস্তি ঘর। বাঁশ ও টিনে তৈরী ২/৩ তলা ঘর। আহত‌দের চি‌কিৎসার ব্যায় সিট‌ি কর‌পো‌রেশন বহন করবে। উত্ত‌রের মেয়র আ‌তিকুল ইসলাম। নিহত আ‌ছে কিনা সেটা এখ‌নো নি‌শ্চিত নন তি‌নি। আগুন নির্বাপনই এখন তা‌দের প্রথম কাজ। আগুনের কারণ জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button