বিনোদুনিয়া

রায়হান রাফির সিনেমায় শাকিবের নায়িকা নিয়ে থাকছে চমক!

প্রথমবারের ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফির সিনেমায় দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।  গতকাল শাকিব-রাফী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে আসার খবরটি জানিয়ে দেন।
নতুন সিনেমার ঘোষণা দিলেও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু ‘চমক’ আছে বলে জানান তিনি।
এদিকে নায়িকার নাম ঘোষণা না হলেও, গুঞ্জন উঠেছে চমকপ্রদ সেই নায়িকা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায়। ভক্তরাও নতুন এই জুটি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত।
বিষয়টি নজরে আসে অভিনেত্রী তানজিন তিশার। তখনি তিনি সাফ জানিয়ে দেন শাকিবের বিপরীতে এ সিনেমার চমক দেয়া নায়িকা তিনি নন।
তানজিন তিশা বলেন, ‘আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।’

Related Articles

Leave a Reply

Back to top button