রাষ্ট্রপতির ছবি পূর্ন স্থাপন চেয়ে আইনি নোটিশ
বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পূর্ণ স্থাপন চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ দেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ, মাহমুদুল হাসান।
নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে যানা যায় , পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন , হাইকমিশন ও দূতাবাস গুলোয় রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে।এই নির্দেশের কারনে জাতীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।কারন রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা ও রাষ্ট্রীয় প্রটোকলের অংশ।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে , ‘রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সকল ব্যাক্তির উপর অগ্রাধিকার প্রাপ্ত হবেন।’ সুতরাং
রাষ্ট্রপতির ছবি অপসারনের নির্দেশ সংবিধান পরিপন্থী । রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত , অপসারন না হওয়া পর্যন্ত বা মেয়াদ না শেষ হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিক ভাবে বৈধ।
নোটিশে বলা হয়েছে , বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাস রাষ্ট্রপতির ছবি পূর্ন স্থাপন করতে হবে।



