জাতীয়

রাত থেকে ঢাকায় আসবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে আজ (২ জুন) দিবাগত মধ্যরাত থেকে ঢাকায় আসা শুরু করবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে বিশেষ এ ট্রেনগুলো কোরবানির পশু নিয়ে রাজধানীতে প্রবেশ করবে।

ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্ম পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

রেলওয়ের ঈদ কর্ম পরিকল্পনা অনুযায়ী, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ৩টি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ থাকবে মোট ২৬টি কোচ।

ক্যাটেল স্পেশাল-১, ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।

ক্যাটেল স্পেশাল-২, ট্রেনটি জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন দুপুর ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।

ক্যাটেল স্পেশাল-৩ ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।

Related Articles

Leave a Reply

Back to top button