জাতীয়

রাজধানী থেকে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার।

রাজধানীর মিরপুর থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি উত্তরের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যবসায়ী ভারত থেকে অস্ত্র এনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাফিজুর রহমান এর আগে গরু ও মাদক চোরাকারবারে জড়িত ছিলেন। মাস সাতেক আগে তিনি অস্ত্রের কারবারে নামেন। ভারতের তৈরি ২০টি অস্ত্র তিনি এর মধ্যে বাংলাদেশে এনে বিক্রি করেছেন। একজনের ‘চাহিদা অনুযায়ী’ রোববারের চালানটি তিনি দেশে আনেন।
উপ কমিশনার মশিউর বলেন, এই চক্রটি বিহার থেকে কলকাতার অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত এলাকায় অস্ত্র ও গুলি এনে গোপন স্থানে রাখে। পরে বাংলাদেশি অস্ত্র ব্যবসায়ীদের সাথে দর কষাকষি করে।
তিনি জানান, দর চূড়ান্ত হলে তারা কলকতার উত্তর চব্বিশ পরগনার আংরাইল সীমান্তবর্তী গ্রাম এবং বাংলাদেশের বেনাপোলে পুটখালী গ্রামের নদীর তীরে গোসল করার কৌশলে অস্ত্রের চালান নিয়ে বাংলাদেশে ঢোকে। পরে ক্রেতার চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়।
উপ কমিশনার মশিউর বলেন, হাফিজ প্রতিটি অস্ত্র মোটামুটি ৩০ হাজার টাকায় কিনে সন্ত্রাসী ও জঙ্গিদের কাছে চড়া দামে বিক্রি করত। তার সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button