রাজধানীতে গণপরিবহন সংকট
রাজধানীতে গণপরিবহন সংকটে দুর্ভোগে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে কর্মজীবী ও শিক্ষার্থীরা। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস। সড়ক নিরাপত্তা আইনের সংশোধন চায় পরিবহন সংশ্লিষ্টরা। দাবি পূরন না হওয়া পর্যন্ত পরিবহনে অচলাবস্থা কাটবে না বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।
ঘোষণা ছাড়াই রাজপথে নেই গণপরিবহন। স্থবির রাজধানী। সংকটে পড়ে অফিসগামী মানুষ।
ঘড়ির কাঁটায় পেরিয়ে যাচ্ছে কর্মস্থলে যাওয়ার সময়টুকু, দেখা নেই বাসের। যদিও দুই একটা বাস আসছে তাতেও উঠা দায়। দীর্ঘসময় অপেক্ষার পর হেঁটে, রিকশা কিংবা ভ্যানে চড়ে গন্তব্যে যাবার চেষ্টা ছিলো অনেকের।
দীর্ঘপথ হেঁটে হেঁটে ক্লান্ত, দুভোর্গের যেনো শেষ নেই।
পরীক্ষার সময় পেরিয়ে যাচ্ছে, দিশেহারা শিক্ষার্থীরা বলছেন এমন সংকট কাম্য নয়।
নতুন সড়ক নিরাপত্তা আইনের জামিন অযোগ্য ধারাসহ বাড়তি জরিমানার বিধান সংশোধনের দাবি পরিবহন শ্রমিক-মালিকদের।
এদিকে সায়োদাবাসসহ অন্যান্য বাস টার্মিনালেও বন্ধ দূর পাল্লার বাস। গন্তব্যে যাবার কোন উপায় নেই। সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা।
তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অচলা অবস্থা কাটবে না বলে জানিয়েছেন বাস চালক ও শ্রমিকরা।