রাজধানীতে উৎসবের আমেজ

একেতো শীতের আমেজ, তার উপর নতুন বছর। দুই মিলে নানা রকমের উৎসবের আয়োজন চলছে দেশব্যাপী। এ সময়টা শিশু কিশোরদের লেখাপড়ার চাপও থাকে কম। তাই সুযোগ পেলে একটু বিনোদনের ছোঁওয়া চায় রাজধানীবাসী। আর তাই বিনোদন প্রিয় মানুষদের জন্য নিউজ নাউ বাংলায় থাকছে আজকের আয়োজন। সারামাসে রাজধানীতে কি কি উৎসব ও আয়োজন রয়েছে তারই তথ্য তুলে ধরেছেন নাজনীন লাকী।
আন্তর্জাতিক বাণিজ্য মেলাঃ

জানুয়ারি মাস এলেই মাসব্যাপী শুরু হয়ে যায় বাণিজ্য মেলা। করোনা ভাইরাসের কারণে গতবছর না হলেও, এবছর মেলা একই সময়ে জানুয়ারির ১ তারিখ থেকেই শুরু হয়েছে। তবে এবার পরিবর্তন হয়েছে স্থান। এবারের মেলা হচ্ছে পূর্বাচলে। দেশি-বিদেশি নানা স্টল ঘুরে নিজের পছন্দের পণ্য কিনতে বা ভিন্ন জায়গায় শীতের আমেজে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতেই পারেন এ মেলায়।
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত)। মেলার প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা, শিশুদের ২০ টাকা।
মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কুড়িল ফ্লাইওভার থেকে প্রতিদিন ৩০টি বিআরটিসি বাস ও অন্যান্য যাত্রীবাহী বাস চলাচল করবে। ভাড়া জনপ্রতি ৪০ টাকা। নামতে হবে কাঞ্চন ব্রীজ। সেখান থেকে ১০ টাকা রিকশা ভাড়া দিয়ে মেলা প্রাঙ্গণে যেতে হবে।
শিল্পকলা একাডেমিতে জাতীয় পিঠা উৎসবঃ

রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল বুধবার শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব। এ পিঠা উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। নানা পার্বনের নানা অঞ্চলের বাহারী নামের সব পিঠার সমারোহ রয়েছে এ উৎসবে। েএবার সারাদেশের পিঠাশিল্পীদের অংশগ্রহণে প্রায় ৫০টি স্টল দিয়ে সাজানো হয়েছে এ উৎসব। আর সেসব দোকানে পাওয়া যাচ্ছে প্রায় ২০০ রকমের পিঠা। এসব পিঠার মধ্যে মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুর পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, সর ভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, দুধ চিতই, বিবিখানা, ভাঁপা পিঠা উল্লেখযোগ্য।
স্মার্টফোন ও ট্যাব মেলাঃ
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কমপিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে তিনদিনের জন্য শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, আগামী শনিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শুরু হওয়া এ মেলায় প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেয়ার সুযোগ থাকছে।
এ মেলায় দর্শকরা ঢুকতে পারবেন বিনা মূল্যে।
মেলায় দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ রয়েছে। স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে এখানে। এ ছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়ে রয়েছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।

মেলায় বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর বিভিন্ন হ্যান্ডসেটের ওপর থাকছে একাধিক অফার। এবারের মেলায় ভিভো ওয়াই১২এ স্মার্টফোনে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এতে করে ১২,৯৯০ টাকার ওয়াই১২এ পাওয়া যাবে ১১,৯৯০ টাকায়। এ ছাড়া যেকোনো স্মার্টফোন কিনলেই পাওয়া যাবে ভিভো স্পিকার, ভিভো ব্যাগ, ভিভো ছাতা এবং ল্যাম্পের মতো চমতকার সব উপহার। রয়েছে লাকি ড্র অফার।
এছাড়াও ভিভো স্টলের দর্শনার্থীদের জন্য মেলায় ২ দিন উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মিশু সাব্বির এবং সালহা খানম নাদিয়া।

এছাড়া বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন বছরে গ্রাহকদের জন্য এবারের মেলায় গ্যালাক্সি এস২১ এফই ৫জি ডিভাইস উন্মোচন করেছে। স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। স্যামসাং পণ্য ক্রয়ে থাকছে চমক, ছাড় ও আকর্ষনীয় উপহারের ছড়াছড়ি। মেলায় প্রতিষ্ঠানটি তাদের প্রযুক্তিগত উদ্ভাবন ও ক্রেতাদের কেন্দ্র করে তৈরিকৃত স্মার্ট ডিভাইসগুলো প্রদর্শন করবে।
বিভিন্ন স্যামসাং ডিভাইস ক্রয়ে ১০ শতাংশ ও ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ রয়েছে।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ডিভাইসের ওপর ছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি।



