আন্তর্জাতিক

রাখাইনে রাষ্ট্রীয় নীতিতেই রোহিঙ্গা নিধন: আইসিসি বিচারকদের পর্যবেক্ষণ

রাখাইনে রাষ্ট্রীয় নীতিতেই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা করে মিয়ানমার সরকার- এমন পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র বিচারকদের।
এ’নিয়ে বিবৃতিতে আইসিসি’র প্রসিকিউটর ফাতু বেনসৌদা বিচারকদের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে মিয়ানমারে সরকারি বাহিনী, রাষ্ট্রীয় সংস্থা ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অন্যান্য নিরাপত্তা সংস্থা ও স্থানীয়রা যোগ দিয়ে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালাতে পারে।
এ দমন কার্যক্রম ও রোহিঙ্গাদের ধর্মীয় বা জাতিগত নিধনের অভিযোগ মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে এরইমধ্যে বৃহত্তর পরিসরে তদন্তের নির্দেশ দিয়েছেন আইসিসি’র বিচারকরা। গেল ১৪ নভেম্বর রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগ তদন্তে অনুমোদন দেয় আইসিসি।

Related Articles

Leave a Reply

Back to top button