রনবীরের সাথে সম্পর্ক ছিলো: স্বীকার করলেন ক্যাটরিনা

দীর্ঘ সাত বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং রণবীর কপূর। এক সঙ্গে ফরেন ট্রিপ, রেস্তরাঁয় খাওয়া দাও সব কিছুই চলছিল বেশ ভালই। কিন্তু অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’-এর সেটে হঠাৎই ব্রেক আপ হয়ে যায় ওই তারকা জুটির। কিন্তু কেন হয়েছিল ব্রেক আপ? কেমন কাটছে ব্রেক আপ পরবর্তী সময়? সব কিছু নিয়েই অকপট ক্যাট।
সম্প্রতি এক আলোচনা সভায় রণবীরের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ক্যাটরিনা বলেন,“হ্যাঁ, সম্পর্ক ছিল আমাদের। প্রতিটা সম্পর্ক থেকেই কিছু না কিছু শেখার রয়েছে। একটা সম্পর্কের মাধ্যমেই আপনি আপনার ভয়, ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন।” তিনি আরও যোগ করেন, “সব সম্পর্ক যে কাজ করবেই এমনটা তো নয়। এই সম্পর্কও করেনি। কিন্তু তা থেকে অনেক কিছু শিখেছি। আমার মনে হয়, পরস্পরকে দোষারোপ করার থেকে সম্পর্ক থেকে শিক্ষা নেওয়া উচিত। ”পাশাপাশি ক্যাটরিনা জানান, বিয়েতে পূর্ণ আস্থা রয়েছে তাঁর। পরিবারই যে তাঁর কাছে প্রাধান্য পায় সে কথাও জানিয়েছেন ক্যাট।
ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পরই অবশ্য আলিয়া ভট্টের সঙ্গে সম্পর্কে যান রণবীর। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন তারা। বলি মহলে ফিসফাস খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন।