রণবীর-আলিয়ার সংসারে আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পরই, জুন মাসে তারা জানান দেন—তাদের ঘরে নতুন অতিথি আসছে। সেই বছরেরই নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান, যার নাম রাখা হয় রাহা কাপুর। দেখতে দেখতে দুই বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে ছোট্ট রাহার।
এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি। রণবীর-আলিয়া দুজনেই নাকি বিশ্বাস করেন ‘এক জোড়া সন্তানেই পরিবার পূর্ণ হয়’। বিয়ের আগেও আলিয়া একাধিকবার জানিয়েছেন, তিনি দুই সন্তান চেয়ে আসছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, তিনি এবং আলিয়া এখন দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন। কন্যা না ছেলে— এই প্রশ্নে রণবীর স্পষ্ট করে বলেন, আমি চাই আমাদের দ্বিতীয় সন্তানও কন্যা হোক। আমি সবসময় মেয়েই চেয়েছি।
রণবীর আরো জানান, রাহার জন্মের পর তার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। মেয়ের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি নিজের শরীরে রাহার নামের উল্কি করিয়েছেন। সেটিই ছিল তার জীবনের প্রথম ট্যাটু।
এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় আছেন তিনি এবং জানিয়েছেন, শিগগিরই আরেকটি উল্কি করাবেন। হয়তো সেটি ‘আট’ সংখ্যাকে কেন্দ্র করে হবে, অথবা নতুন সন্তানের নাম ব্যবহার করে।
অন্যদিকে, আলিয়া ভাটও সম্প্রতি এক পডকাস্টে দ্বিতীয় সন্তান নিয়ে ইচ্ছার কথা জানান। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আলিয়ার পরা একটি ঢিলেঢালা পোশাক দেখে অনেকেই ধারণা করেছিলেন, তিনি আবারো মা হতে চলেছেন। যদিও পরদিনই সেই জল্পনার অবসান হয়।
তবে এসব আভাস ও মন্তব্যে তাদের ভক্তরা এখন অপেক্ষায়— কবে আবার নতুন সুখবর শোনাবেন রণবীর-আলিয়া দম্পতি। নতুন অতিথির আগমনের গুঞ্জনে বলিউড অঙ্গনে এখন উচ্ছ্বাস বইছে।