আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ইরানের জবাব।

এবার যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির জবাব দিলো ইরান। কোন ধরনের হামলা হলে, আক্রমণকারীকে ধ্বংসের হুমকি দিয়েছে দেশটি। এদিকে, সৌদি আরবে আক্রমণ বন্ধে হুথিদের শান্তিপ্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। নতুন করে নিষেধাজ্ঞার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদারের যে ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্র, তার বিপরীতে ইরানের পাল্টা জবাব। কোন ধরনের হামলা হলে হামলাকারীকে ধ্বংস করা বলে জানিয়েছেন রয়েল গার্ডের প্রধান হোসেইন সালামি। তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ পথেই চলছে। এরআগে, শনিবার ইরানের নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি এ যাবতকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। তবে এখনই ইরানে সামরিক হামলার কোন পরিকল্পনা নেই বলেও জানান তিনি।এদিকে, শান্তিপ্রক্রিয়ার অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সহিংসতা বন্ধে এটিকে ভাল বার্তা হিসেবে দেখছে সংস্থাটি। গেল মাসে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা হয়। ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও এ ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

Related Articles

Leave a Reply

Back to top button