মেসিদের ড্র, নায়ক আর্জেন্টাইন ৩৮ বছরের গোলরক্ষক

অস্কার উসতারিকে মনে আছে? ক্যারিয়ারের শুরুটা করেছিলেন লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার যুব দলে। মেসির সঙ্গে মিলে জিতেছিলেন ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনা। ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের সায়াহ্নেও তিনি খেলছেন মেসির ক্লাব ইন্টার মায়ামিতে।
মেসির আলোয় ঢাকা পড়া আর্জেন্টাইন এই গোলরক্ষক নজর কাড়লেন ৩২ দলের নতুন কলেবরের ক্লাব বিশ্বকাপে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে নায়ক তিনিই। অস্কার উসতারি সেভ করেছেন ৮টি।
এর একটি পেনাল্টি। তাই ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন আর্জেন্টিনার হয়ে মাত্র ২টি ম্যাচ খেলা এই গোলরক্ষক। সবশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ২০১২ সালে। চিলির অডাক্স ইতালিয়ানোয থেকে উসতারি ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দেন গত বছরের সেপ্টেম্বরে।
ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও এগিয়ে ছিল আল আহলি। মিসরের ক্লাবটি পোস্টে ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৮টি। সেখানে ৫৫.৩ শতাংশ বলের দখল রেখে খেলে পোস্টে ১৪টি শট নিয়ে মায়ামি লক্ষ্যে রাখে কেবল ৬টি।
৪৩তম মিনিটে আল আহলির জিকোকে ডিবক্সে তেলাসকাও ফাউল করলে পেনাল্টি পায় মিসরের দলটি। দারুণ দক্ষতায় ক্রেজেগের সেই শট আটকে মায়ামিকে রক্ষা করেন অস্কার উসতারি।
৬৫ হাজার দর্শক আসনের স্টেডিয়ামে আসা ৬০ হাজারের বেশিরভাগ দর্শক গলা ফাটিয়েছেন মায়ামির হয়ে। বিরতির লিওনেল মেসির একটি ফ্রি কিক ফিরেও আসে পোস্টে লেগে।