মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রায় সাড়ে ১০ হাজার আসনের বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার বিকেলে ফল ঘোষণা করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফল প্রকাশকালে মহাপরিচালক জানান, উত্তীর্ণ সবার মোবাইল নম্বরে ফলাফলের তথ্য পাঠানো হবে। সেই সঙ্গে ওয়েবসাইটেও ফল জানা যাবে।
এবার ৭২ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী ফরম নিয়েছিলেন। তবে পরীক্ষায় অংশ নেয় ৬৯ হাজার ৪০৫ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৯ হাজার ৪১৩ জন। যারা ৪০ এর বেশি নম্বর পেয়েছেন তারাই উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ জন এবং মেয়ে ২৬ হাজার ৫৩১ জন
মহাপরিচালক জানান, উত্তীর্ণরা মেধাক্রম অনুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। বাকিরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।
৩৬টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা চার হাজার ৬৮টি। আর বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন ছয় হাজার ৩৩৯টি