আন্তর্জাতিক

মিয়ানমারে আবারো গণহত্যা হতে পারে: জাতিসংঘের সতর্কতা

মিয়ানমারের রাখাইনে আবারও গণহত্যা হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
নিউইয়র্কে প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান এ কথা বলেন। তিনি জানান, মিয়ানমারে এখনও ৬ লাখ রোহিঙ্গা রয়েছে, যাদের নিরাপত্তার অভাব, চাকুরী, শিক্ষাসহ সব ক্ষেত্রে বৈষম্য ও চলাচলেও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এ অবস্থায় আবারও গণহত্যা শুরুর মারাত্মক ঝুঁকি রয়েছে বলে মনে করছেন তিনি।
একই ব্রিফিংয়ে সংস্থাটির বিশেষ দূত ইয়াংহি লি, আন্তর্জাতিক অপরাধ আদালত বা কোনো বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে রোহিঙ্গা নিপীড়নের ঘটনা তদন্তের তাগিদ দেন। রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় জড়িত দেড় শতাধিকের নাম উল্লেখ করে নথি-পত্র দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।

Related Articles

Leave a Reply

Back to top button