
আন্তর্জাতিক
মিশরে সন্ত্রাসী হামলায় ৭ সেনাসহ নিহত ১৭
মিশরে সেনা অভিযানে সন্ত্রাসী ও ৭ সেনাসহ ১৭ জন নিহত হয়েছে। মিশরের উত্তর সিনাই প্রদেশের একটি সামরিক চৌকিতে সন্ত্রাসীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
রবিবার এক বিবৃতিতে মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র আল-রেফাই জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা উত্তর সিনাই এর একটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা বানচাল করতে পেরেছে। তিনি আরো জানিয়েছেন ঘটনার সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৪ চাকার যানবাহন ধ্বংস হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি