জাতীয়
মিরপুরে ওয়ার্ড কাউন্সিলরের অফিসে আগুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মিরপুর দারুসসালাম থানাধীন ঈদগাঁ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, তারা কাউন্সিলরের অফিসে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পান। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। দুটি ইউনিট পৌঁছে সকাল ৭টায়। এরপর আগুন নির্বাপন করতে সক্ষম হয় তারা।
আগুনে অফিসের কাগজপত্র ও কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হয়নি। তবে আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে জানা বলেও জানান তিনি।



