মারধরের স্বীকার নারীকে জুলাই হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার গিয়ে মারধরের স্বীকার হয়েছেন এক নারী।এক তরুণীর লাঠি দিয়ে মধ্যবয়সী ঐ নারীকে পেটানোর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। মারধরের স্বীকার ঐ নারীকে আজ শুক্রবার গত বছরের জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার পুলিশ আজ বিকেলে সালমা ইসলাম নামের ঐ নারীকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সালমা ইসলামের আইনজীবী আবুল হোসেন পাটোয়ারী গনমাধ্যমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক( এসআই) আনোয়ার হোসেন তার মক্কেলকে কারাগারে রাখার আবেদন করেন।উভয় পক্ষের শুনানী নিয়ে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনজীবীর দেয়া তথ্য অনুযায়ী ৪২ বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরে বসবাস করেন। তিনি একজন গৃহিণী। গতকাল ধানমন্ডি ৩২ গিয়ে হামলার স্বীকার হন তিনি।
সালমা ইসলাম কে কিভাবে গ্রেফতার করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন গনমাধ্যমকে বলেন,গতকাল জয়বাংলা স্লোগান দেয়ার পর উনাকে মারধর করা হয় ।সেখান থেকে কয়েক তাকে আমাদের কাছে সোপর্দ করে।
সালমা ইসলামের আইনজীবী তার উপর আনিত অভিযোগের বিরোধীতা করেন। আইনজীবী আবুল হোসেন গনমাধ্যমকে বলেন, উনি ( সালমা ইসলাম) আবেগে র বসে গতকাল দুপুরে ধানমন্ডি ৩২ নাম্বারে যান এবং ‘ জয় বাংলা ‘ স্লোগান দেন। সেখানে উনার উপরে মব সৃষ্টি করে উনাকে মারধর করা হয়। ভুক্তভোগী হওয়ার পরও উনাকে আজকে আদালতে আনা হয়েছে। জুলাইয়ে হত্যা চেষ্টা মামলা দেয়া হয়েছে।এটা সম্পূর্ণ অন্যায় করা হয়েছে।যে অপরাধ উনি করেননি , সে মামলায় উনাকে আসামি করা হয়েছে । আমরা ন্যায়বিচার চাই।
সালমা ইসলাম কে কেন জুলাই হত্যা মামলায় গ্রেফতার হয়েছে এই প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন গনমাধ্যমকে বলেন, উর্ধ্বতন স্যারদের নির্দেশে উনাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।এ মামলায় উনার সম্পৃক্ততার ব্যাপারে কয়েক জন সাক্ষ্য দিয়েছে। তাদের সাক্ষ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।



