Leadঅপরাধ-আদালত

মাংস কাটতে গিয়ে আহত দুই শতাধিক

ঈদের দিন পশু কোরবানি ও মাংস কাটাকাটি করতে গিয়ে আহত শতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৭ জুন) সরেজমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, হাত-পায়ে কাটা ও ক্ষতসহ পশু কোরবানি ও মাংস কাটার সময় বিভিন্নভাবে আহত লোকজন চিকিৎসা নিতে আসছেন।

মাংস কাটার সময় হাত কেটে যায় রাজধানীর রায়েরবাগের বাসিন্দা মো. খোকনের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ শেষে তিনি বলেন, ‘আমি ছুরি দিয়ে গরুর মাথা কাটার সময় পেছন থেকে আরেকজন ধাক্কা দেন। এতে আমার হাত কেটে যায়।’

পায়ে আঘাত নিয়ে চিকিৎসা নিতে এসেছেন রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা রাসেল মিয়া। তিনি বলেন, গরুর হাড় কাটার সময় ভারী চাপাতির উল্টো পাশের আঘাতে পায়ে ব্যথা পান তিনি। এক্স-রে করা হয়েছে। চিকিৎসককে রিপোর্ট দেখানোর জন্য অপেক্ষা করছেন।

দুপুর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন আহত ব্যক্তিরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিদের ভিড় বাড়তে থাকে। বিকেল চারটা নাগাদ এ সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) মোস্তাক আহমেদ বলেন, এখন পর্যন্ত পশু কোরবানি ও মাংস কাটাকাটি করতে গিয়ে আহত হয়ে শতাধিক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে ভর্তি রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আহত শতাধিক
পবিত্র ঈদুল আজহার দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আহতদের চিকিৎসা দেওয়া হয়।

জেলা সদরসহ আশপাশের অঞ্চল থেকে আসা আহতদের মধ্যে বেশিরভাগই ধারালো ছুরি, চাপাতি বা দা ব্যবহারে অদক্ষ থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে কেটে যান। যদিও অধিকাংশ আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন—ফুলবাড়িয়া এলাকার পাবেল মিয়া (২৭), ঘাটুরা গ্রামের সেলিম (৪৫), চাঁনপুরের আরস মিয়া (২৬), জহিরুল হক (৫০), মো. মিলন (২৩), আজিজুল (২১), শাকিব (২৮), জীবন (৪০), সুমন (২৬), রামরাইলের আলামিন (২৩), আক্কাস (৪৫), উবায়দুল (৩৩), ইউবিন (২২), রহমত আলী (৫৫), সুলতানপুর এলাকার আবু সুফিয়ান (১৫), সাদেক (১৮) সহ অনেকেই। কারও হাতে, কারও বা পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

আহত সুফিয়ান বলেন, পায়ের নিচে রাখা মাংস কাটতে গিয়ে অসতর্কভাবে ছুরির কোপ পায়ে লাগে। পরে হাসপাতালে এসে সেলাই নিতে হয়। রিকশাচালক আরস মিয়া বলেন, মাংস কাটার সময় হাত ফসকে ছুরি লেগে যায়। হাসপাতালে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্র রায় বলেন, ঈদের দিন সকাল থেকে বেলা ২টা পর্যন্ত অন্তত ১০০ জন রোগী আমাদের এখানে এসেছেন। এদের প্রায় সবাই কোরবানির পশু কাটতে গিয়ে আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর কিছু নয়।

Related Articles

Leave a Reply

Back to top button