জাতীয়

মহেশখালীতে ৯৬ দস্যুর আত্মসমর্পণ

যেসব জলদস্যু ও অস্ত্রকারিগর আত্মসমর্পণ করেনি, তাদের কঠোরপরিণতি হবে বলে জানিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকামাল। দুপুরে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে জলদস্যু ও অস্ত্র কারিগরদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথাবলেন। আত্মসমর্পণকারীদের মধ্যে খুন ও ধর্ষণ ছাড়া বাকি সব মামলা তুলে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
শনিবার মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নপরিষদ মাঠে জেলা পুলিশ আয়োজিত জলদস্যু ও অস্ত্রকারিগরদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যান স্বরাস্ট্রমন্ত্রী।
স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান স্বরাস্ট্রমন্ত্রী।
এদিকে, স্থানীয়রা বলছেন, মহেশখালী ও কুতুবদিয়া উপকুলীয় এলাকার জলদস্যু বাহিনী ও অস্ত্র কারিগররা আত্মসমর্পন করায় কিছুটা হলেও শান্তি ফিরে আসবে।
যারা এখনও আত্মসমর্পন করেননি তাদের আইনের আওতায় নিয়ে আসা হলে উপকুলে পুরোপুরি শান্তি ফিরে আসবে বলে জানান তারা।
আত্মসমর্পণ অনুষ্ঠানেএডজনেরও বেশি দস্যুদলের ৯৬ সদস্য আত্মসমর্পন করে।
এসময় ১৩টি রাইফেল, ১টি দেশীয় তৈরী দুইনলা বন্দুক, ১৪১টি এক নলা বন্দুকএবং ২৮টি রাইফেলের গুলি ও ২৫৫টি বন্দুকের কার্তুজ স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জমা দেয়া হয়।
এছাড়াও অস্ত্র ও গুলি তৈরির সরাঞ্জাম হস্তান্তর করা হয় আত্মসমর্পণ অনুষ্ঠানে।

Related Articles

Leave a Reply

Back to top button