জাতীয়
মহাখালী সেতু ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে মহাখালীর সেতুভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারা স্ক্রুটিতে ছিল। তাদের স্ক্রুটিতে প্রেস লেখা ছিল। তারা কোনো গণমাধ্যমের কর্মী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয়…
১/ একজন নামঃ সৈয়দা কচি,মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে,কুলিয়ারচর, কিশোরগঞ্জের বাসিন্দা
২/ দ্বিতীয় জনঃ সোনিয়া,পিতার নাম, রুহুল আমিন, মাছদেলছড়িয়া,ভোলার বাসিন্দা, ভাই,
রুবেল মিরপুরের শাহআলীতে থাকতো।