প্রার্থী তালিকায় নাম না থাকা প্রসঙ্গে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকায় নাম নেই সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিষয়টি নিয়ে সোমবার (৩ নভেম্বর) রাতেই এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা জানান, তার মনোনয়ন আপাতত ‘ অন হোল্ড ‘ অবস্থায় রয়েছে।এ খনো অনেক আসন ঝুলে আছে। দল ‘ উইনেবল’ প্রার্থী খুঁজছে,সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
রুমিন ফারহানা বলেন, প্রকাশিত তালিকা প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পরতে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন।
রুমিন ফারহানা জানান, ১২-১৫ ধরে যারা দলটির পাশে ছিলেন, তাদের সঙ্গে আসন ভাগাভাগি সংক্রান্ত আলোচনা চলছে। তাই এখনো ৬৩ আসন ঘোষনা করা হয়নি।
মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন,বড় দলগুলোর প্রার্থীর সংখ্যা স্বাভাবিক ভাবেই বেশি হয়। নেতা কর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ করা স্বাভাবিক। তবে এই পরিস্থিতি দীর্ঘ হতে দেওয়া উচিত নয়।
নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়,তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী প্রার্থী যুক্ত করা সম্ভব হবে।


