Leadআন্তর্জাতিক

‘মদ বিক্রি’ নিয়ে ভুয়া খবরের ফাঁদে সৌদি আরব

সম্প্রতি আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে দাবি করা হয়, সৌদি আরব নাকি অ্যালকোহল বিক্রি ও সেবনের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে। তবে এমন খবর ভিত্তিহীন ও ভুয়া বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি সরকার।

সোমবার (২৬ মে), দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তা নিশ্চিত করেন—অ্যালকোহল নিষিদ্ধ থাকছে, এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পরিকল্পনাও নেই।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে একটি অজ্ঞাতনামা ব্লগ ও ‘ভুঁইফোড়’ অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অ্যালকোহলের ওপর থেকে ৭৩ বছরের পুরোনো নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে সৌদি আরব। প্রতিবেদনটিতে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য উৎসের উল্লেখ ছিল না।

খবরে বলা হয়েছিল, ফুটবল বিশ্বকাপের সময় আন্তর্জাতিক দর্শকদের কথা বিবেচনা করেই নাকি এই পদক্ষেপ নিচ্ছে রিয়াদ। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, তাদের কড়া অ্যালকোহল-বিরোধী নীতিতে কোনো পরিবর্তন আসছে না। একই সঙ্গে এ ধরনের গুজব ছড়ানোকে দায়িত্বহীন সাংবাদিকতা বলেও উল্লেখ করেছে তারা।

বিশ্বকাপ ও অ্যালকোহল বিতর্ক
২০২৩ সালে রিয়াদে একটি নির্দিষ্ট দোকানে অমুসলিম কূটনীতিকদের জন্য সীমিত আকারে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়। তখনই সরকার জানিয়ে দেয়, এটি শুধু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, জনসাধারণের জন্য নয়।

উল্লেখ্য, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে চূড়ান্ত করেছে ফিফা। এর আগে ২০২২ সালে মুসলিম দেশ কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে সীমিত পরিসরে স্টেডিয়ামের বাইরে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।

তবে সৌদি আরব এখনো মদ্যপানের বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটিতে মদ বিক্রি ও সেবনের অভিযোগে দোষী প্রমাণিত হলে বহিষ্কার, জরিমানা ও কারাদণ্ডের মতো কঠিন শাস্তির বিধান রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button