জাতীয়
ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বেদীতে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের এ শ্রদ্ধা জানানো হয়।সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদনের শুরুতে প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্থাপিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।১৪ দলের পক্ষ থেকেও নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তর, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন শাখা, দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষেও শ্রদ্ধা জানানো হয়।