
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হওয়ার ঘটনায় আজ ঢাকায় অনুষ্ঠেয় পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
বুধবার দিবাগত রাতে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বার্তায় বলা হয়, ‘তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় মহানগর দক্ষিণ বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
বিএনপির ঘোষিত কর্মসূচি আজ বৃহস্পতিবার পুরান ঢাকা থেকে শুরু হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।



