ভিসা ছাড়া প্রবেশ বন্ধ চীনা নাগরিকদের: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘চীনা নাগরিক যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন দেশে তাদের ‘অন এরাইভাল ভিসা’ (ভিসা ছাড়া প্রবেশ) বন্ধ রাখা হয়েছে। করোনোভাইরাস রোধে আপাতত তাদেরকে আমরা ‘অন এরাইভাল ভিসা’ দিচ্ছি না।’
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চীন থেকে আসতে চাওয়া আরও ১৭১ জনকে কেন আনা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত ৭১৭ জনকে আনা হচ্ছে না। তবে তারা স্বেচ্ছায় নিজ খরচে আসতে পারেন। কারণ, তাদেরকে আনার জন্য এরইমধ্যে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন চায় না করোনাভাইরাস তাদের দেশের বাইরে ছড়াক। তবে সিঙ্গাপুরের একজন ছাড়া আর কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে এখনও আক্রান্ত হয়নি।’