জাতীয়

ভারত সফরে যাচ্ছেন তথ্যমন্ত্রী

ভারত-বাংলাদেশের তথ্য খাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মিলিত হবেন তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ।এ উপলক্ষ্যে চারদিনের সফরে ভারত যাচ্ছেন তথ্যমন্ত্রী । আজ সোমবার  (১৩ জানুয়ারি) নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের পাঠানো তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

 

এছাড়া এ সফরে ভারতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশে আকাশবাণীর সম্প্রচারের উদ্বোধন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তির কথা রয়েছে।

একইসঙ্গে দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটির আধুনিক রূপায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটি তথ্যমন্ত্রী পরিদর্শনের কথা তথ্যবিবরণীতে জানানো হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button