ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: ওবায়দুল কাদের

ভারতের এনআরসি এবং নাগরিকত্ব বিল তাদের আভ্যন্তরীন বিষয়, তবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।, যদি সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। একথা জানিয়েছেন আওয়ামীলীগ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক বৈঠক শেষে তারা এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সাথে সম্মেলন প্রস্তুতি নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক।
বৈঠক শেষে দলের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনের আয়োজন হবে এক বর্ণাঢ্য সমাবেশ। এই সম্মলনে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মডেলে দলকে ঢেলে সাজানো হবে। থাকবেন ঢাকায় নিযুক্ত কুটনীতিকরা। তাই নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় ভারতের এনআরসি বিল প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীন বিষয়। তবে কোন কারণে সম্পর্কের অবনতি হলে তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
ভারতের সাথে সুসম্পর্ক রক্ষায় বাংলাদেশ সব সময় সচেষ্ট বলে জানান ওবায়দুল কাদের।