বিনোদুনিয়া

ভারতের প্রথম এআইনির্ভর সিনেমা ‘নাইশা’

বর্তমান প্রযুক্তি জগতে বিপ্লবী পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই ধারবাহিকতায় চলতি বছরই ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেশটির প্রথম এআই-নির্ভর চলচ্চিত্র ‘নাইশা’। আগামী মে মাসে সিনেমা হলে মুক্তি পাবে এটি।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিবেক আঁচলিয়া। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভার্চ্যুয়াল তারকা নাইশা বোস ও জৈন কাপুর।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে দেখা যায়, মিজো বংশোদ্ভূত বাঙালি চরিত্রে অভিনয় করেছেন নাইশা এবং স্ট্যান্ডআপ কমেডিয়ান, র‍্যাপার ও সাঁতারুর ভূমিকায় রয়েছেন জৈন। এক পর্যায়ে তাদের পরিচয় হয়। জৈনর প্রেমে পড়ে নাইশা।

তবে নাইশাকে ফিরিয়ে দেয় জৈন, কারণ সে প্রেমে বিশ্বাস করে না। অবশেষে তাদের সম্পর্কে ফাটল ধরে। পরে নাইশা একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করে। এরপরে দুজনের মধ্যে কী ঘটে, তা ঘিরেই এগিয়েছে ছবিটির গল্প।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অরিজিনাল ‘রাজমা চাওয়াল’র সহ-লেখক এবং জিও হটস্টারে ‘টিকদাম’ পরিচালনা করে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন বিবেক আঁচলিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন সিনেমাটি এক মাইলফলক বলে মনে করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে এই নির্মাতা বলেন, ‘নাইশা-এর মাধ্যমে আমরা মানুষের গল্প বলার শক্তি ও ভারতীয় সংগীতকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্ময়কর প্রযুক্তির সঙ্গে মিশিয়ে এমনভাবে গল্পটি তৈরি করেছি, যেন সেটি অনেক দর্শকের কাছে আবেদনময়ী করে তোলে।

প্রযুক্তির মাধ্যমে সিনেমা ও ডিজিটাল বিনোদন এগিয়েছে, কিন্তু এটি সম্পূর্ণ নতুন অগ্রযাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সীমানা ছাড়িয়ে গেছে, যা একসময় অসম্ভব ছিল তা বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম।’

অন্যদিকে, নাইশা-তে সংগীতের অসাধারণ পরিবেশনাও দেখা যাবে, যেখানে বিখ্যাত শিল্পীদের অবদান রয়েছে। এতে ‘মনমানিয়া’ ও ‘রুহানিয়া’ নামের দুটি গান গেয়েছেন মধুবতী বাগচী, যেগুলোর সুর করেছেন ‘আন্ধাধুন’খ্যাত সুরকার ড্যানিয়েল বি জর্জ।

এ ছাড়া ‘চিটার সাইয়ান’ ও ‘জানে কাহা’ শিরোনামের গান ‍দুটির সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্রতিজ্যোতি ঘোষ ও উজ্জ্বল কাশ্যপ।

Related Articles

Leave a Reply

Back to top button