Leadআন্তর্জাতিক

ভারতের অনুরোধেই যুদ্ধবিরতি: পাকিস্তান

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনায় পাকিস্তান কখনও যুদ্ধবিরতির অনুরোধ করেনি, ভারতই প্রথম এই অনুরোধ জানায়।

জিও নিউজে সোমবার (১২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী রবিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।

তিনি দাবি করেন, পাকিস্তানে হামলা চালানোর দিনেই ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। তখন পাকিস্তান তখন স্পষ্ট জানিয়ে দেয়, “আমরা প্রতিক্রিয়ার পরই জবাব দেব।”

আইএসপিআরের মহাপরিচালক আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই- পাকিস্তান কখনও যুদ্ধবিরতির অনুরোধ করেনি। বরং ভারতীয় হামলার জবাব দেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে পাকিস্তান ভারতের আগেই করা অনুরোধের জবাব দেয়।”

তিনি আরও বলেন, “ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রকাশিত বিবৃতিগুলো দেখলেই বোঝা যায়, তারা তখন সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছিল।”

জেনারেল আহমেদ শরিফ আরও দাবি করেন, পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল সুপরিকল্পিত, যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এবং সম্পূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ।

তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে আমাদের ওপর হামলা করবে, তার জবাব এমনভাবে দেওয়া হবে যাতে বিশ্ব তা দেখতে পায়।”

‘বুনিয়ান উম মারসুস’ অভিযানে ভারতের বেশ কয়েকটি বিমানঘাঁটি, লজিস্টিক সাপোর্ট স্টেশন ও কমান্ড হেডকোয়ার্টারগুলোতে আঘাত হানা হয়। পাকিস্তান জানায়, এ ছাড়াও ৮৪টি ভারতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যেগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিল।

পাকিস্তান বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, “আমাদের আক্রমণ সময় ও কৌশলের দিক থেকে নিয়ন্ত্রিত ছিল। আমরা ভারতীয় বিমানঘাঁটিতে আঘাত হেনেছি, তবে কোনো বেসামরিক ক্ষতি হয়নি।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তানের কার্যকর ও সুপরিকল্পিত জবাবের ফলে ভারত এক ধরনের ‘নতুন স্বাভাবিকতা’ তৈরির প্রচেষ্টা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে।”

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, “পাকিস্তান যুদ্ধ চায় না। তবে, কেউ যদি আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তাহলে তার জবাব হবে কঠোর, নির্ভুল এবং সিদ্ধান্তমূলক।”

তিনি এটাও বলেন, “পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ একেবারেই অযৌক্তিক। এটা আত্মবিনাশ ডেকে আনবে।” শরিফ আরও উল্লেখ করেন, “আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—সঠিক সময় ও জায়গায় জবাব দেব, তা আমরা পালন করেছি।”

তবে ঠিক কোন পক্ষের অনুরোধে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসে- সে বিষয়ে নয়াদিল্লি মন্তব্য করা থেকে বিরত থেকেছে। যদিও সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলার তীব্রতায় ঘাবড়ে গিয়ে ভারতই যুদ্ধবিরতিতে যেতে পদক্ষেপ নেওয়া শুরু করে।

Related Articles

Leave a Reply

Back to top button