জাতীয়

বোমা মেরে মানুষ হত্যার জন্যে বিএনপিকে ক্ষমা চাইতে হবে: তথ্যমন্ত্রী

বোমা মেরে মানুষ হত্যার জন্য বিএনপিকে ক্ষমা চাইতে বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।। তিনি বলেন, যাদের রাজনীতির প্রতিপাদ্য বোমা মেরে মানুষ হত্যা তাদের মুখে নীতিকথা মানায় না।।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।।তথ্যমন্ত্রী বলেন, বিশেষ ট্রাইবুন্যাল করে পেট্রোল বোমা হামলার বিচার করা দরকার।গত ১০ বছরের বিএনপির সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছে অন্তত ১ হাজার মানুষ।।
হাসান মাহমুদ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যারা আওয়ামী লীগের ৫জন সাংসদ হত্যা করার পর বঙ্গবন্ধু হত্যার পটভূমি তৈরি হয়।তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় যদি জিয়া জড়িত না থাকতেন তাহলে ষড়যন্ত্র কথা জানার পরই ব্যবস্হা নিতেন।।বঙ্গবন্ধুকে হত্যা করার এক মাসের মধ্যে খন্দকার মোশতাক জিয়াকে সেনা প্রধান করার মধ্য দিয়ে প্রমাণ হয় বিএনপির প্রতিষ্ঠাতা খুনি ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button