বেড়েছে কাঁচামরিচ ও চালের দাম; কমেছে পেঁয়াজের

ইলিশের অভয়ারণ্য ঘোষিত ছয়টি পয়েন্টে মাছ ধরা নিষিদ্ধ হলেও, নদীর অন্যান্য অঞ্চল থেকে ইলিশ আসায় পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর বাজারে। পেয়াজ, ঢেরসের দাম কমলেও বেড়েছে বেশ কিছু সবজির দাম। দুই সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। বাড়তির দিকে দেশি মাছের দামও। চালের দাম প্রকারভেদে বেড়েছে ২ থেকে ৬ টাকা পর্যন্ত।
ইলিশের অভাব নেই রাজধানীর বাজারে। আকারভেদে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি। চাষ করা মাছের ১৫০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হলেও দেশি মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশ কিছু সবজির দাম। ১৫ টাকা বেড়ে লেবু হালিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া ৫ টাকা বেড়ে ফুলকপি ৩৫ এবং ২০ টাকা বেড়ে মরিচের কেজি গিয়ে ঠেকেছে ৮০ টাকায়। কমেছে পেঁয়াজ, করোলা ও ঢেরসের দাম।
দুই সপ্তাহের ব্যবধানে গরুর মাংস কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। খাসির মাংস ৭৫০ টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি গেলো সপ্তাহের মতো ১২৫ টাকায় বিক্রি হলেও ২০ টাকা বেড়ে সোনালি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে।
প্রকারভেদে বেড়েছে প্রায় সব ধরণের চালের দাম। মিনিকেট চাল ২ টাকা বেড়ে ৫২, আটাশ ৪ টাকা বেড়ে ৪০ এবং পাইজাম ৬ টাকা বেড়ে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া ডাল, তেল, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই।