Leadআন্তর্জাতিক

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রত্যাশিত বৈঠক। বিবিসির তথ্য অনুযায়ী, এই বৈঠক তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে আশা করছেন ট্রাম্প।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনভুক্ত (এপেক) দেশগুলোর ৩২তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন দুই নেতা। এই সফরের ফাঁকে বুসানে তাঁদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ট্রাম্প পৌঁছান বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পরই একই বিমানবন্দরে অবতরণ করেন শি জিনপিং।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক অন্তত তিন থেকে চার ঘণ্টা চলবে বলে তিনি আশা করছেন।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটিই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সরাসরি সাক্ষাৎ। ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ, পারস্পরিক শুল্কারোপসহ একাধিক জটিল ইস্যু নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এর আগেও চীনের ওপর সর্বোচ্চ পরিমাণ শুল্ক আরোপ করে আলোচনায় আসে।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প ইতিমধ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে অংশ নিয়েছেন, সেখান থেকে গেছেন জাপানে। জাপান সফর শেষে তিনি পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ায়, আর এই সফর দিয়েই তাঁর বর্তমান এশিয়া সফরের সমাপ্তি ঘটবে।

Related Articles

Leave a Reply

Back to top button