Leadআন্তর্জাতিক

বিশ্বজুড়ে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের

বিশ্বজুড়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) এ সংক্রান্ত খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সুইডেন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপটি অস্থায়ী হলেও অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বন্ধ করার খবরও সামনে আসে।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।

ইরানে একের পর এক হামলা
এরই মধ্যে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলা হয় বলে জানায় ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

এর আগে ভোররাতে তেহরান ও আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন—

-ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি

-আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

-খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ

-অন্তত ছয়জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী

এই হামলাগুলোর পর ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এতে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতির শঙ্কা বাড়ছে।

Related Articles

Leave a Reply

Back to top button