
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ): জমি নিয়ে বিরোধে পুলিশকে ব্যবহার না করতে পেরে এবার আদালতে মিথ্যা মামলা করার ঘটনা ঘটল মানিকগঞ্জে। মামলাটি করেছেন সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চরমাধবপুর গ্রামের মালেক সরদারের ছেলে মনির হোসেন (৪১)। তিনি আইনজীবী সহকারী। আসামি করা হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন এবং সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজমকে।
বাদী মনির হোসেনের ভাষ্য, তার কাছে এ সংক্রান্ত পর্যাপ্ত ডকুমেন্ট আছে। তবে আদালত এখনো কোনো আদেশ দেননি।
রবিবার (২ নভেম্বর) মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক দোলন বিশ্বাসের আদালতে করা হয়। শুনানি শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত আদালত কোনো আদেশ দেননি বলে জানা গেছে।
মঙ্গলবার চরমাধবপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকার আমজাদ খানের ছেলে রবিউল ও মনির হোসেনের শ্বাশুড়ি রহিমার সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দেওয়ানী আদালতে মামলাও চলমান। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে আদালত ওই জমির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এর মধ্যে রহিমা আদালতের আদেশ অমান্য করে লোকজন নিয়ে গত ২ জুলাই জমি দখলে নিতে রবিউলের ভাড়া দেওয়া দোকানের সামনে রাস্তায় বালু ফেলে আটকে দেন এবং দোকানগুলো দখলের চেষ্টা করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা পুলিশের হস্তক্ষেপে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় ওই বালু সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এ নিয়ে ২ জুলাই রবিউলের পক্ষে শারমিন সুলতানা চাদনী বাদী হয়ে মনির ও তার শাশুড়ি রহিমাসহ ৪ জনের নামে থানায় অভিযোগ করেন। অভিযোগের তদন্তভার দেওয়া হয় শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আরবীকুল ইসলামকে। বিষয়টি জমি সংক্রান্ত হওয়ায় উভয় পক্ষকে আদালতের শরণাপন্ন হয়ে সমাধানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যাতে আইন শৃঙ্খলা অবনতি না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
সূত্র জানায়, স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের পর উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের কার্যালয়ে বিষয়টি নিয়ে বৈঠক হয়। সেখান থেকেও আদালতে গিয়ে ফায়সালার নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি মানতে না পারায় মনির হোসেন বাদী হয়ে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের ( ক্রাইম অ্যান্ড অপস) বিরুদ্ধে আদালতে মামলা করেন।
এদিকে, সিংগাইর থানার ওসি জে ওএম তৌফিক আজম মামলার অভিযোগ অস্বীকার করে বলেন, থানায় কোনো অভিযোগ এলে তাৎক্ষণিক তদন্ত কর্মকর্তা নিয়োগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। যে বিষয়টি নিয়ে আদালতে পিটিশন করা হয়েছে, সে বিষয়ে কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া তারা কোনো অভিযোগ নিয়েও আমার কাছে আসেনি। এটি হয়ত আমাদের ভাবমূর্তি নষ্ট করার কোনো মতলব হতে পারে।



